মাথাভাঙ্গা মনিটর: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস। গত সোমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে রোনাল্ড কুমানের দল। ম্যাচের ১১ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান মেমফিস ডিপাই। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড রায়ান বাবেল। প্রথমার্ধের অতিরিক্ত সময়েই ব্যবধান দাঁড়ায় ৩-০। ৬১তম মিনিটে ইন্টার মিলানের ডিফেন্ডার জোয়াও কানসেলো দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় পর্তুগালের। ৬৮তম মিনিটে রোনালদোকে তুলে প্লেমেকার জোয়াও মৌতিনিয়োকে নামান কোচ।