দর্শনায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা বাবুল আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে অফিসিয়াল কাজ শেষে কর্মস্থলে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই বাবুল হোসেন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনায় তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। আহত বাবুল হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার মৃত মোবারক হোসেনের ছেলে এবং জীবননগর সাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ।
জানা গেছে, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা থেকে অফিসিয়াল কাজ শেষে বাবুল হোসেন তার মোটরসাইকেলযোগে কর্মস্থল সাহাপুর ক্যাম্পে ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের তমালতলা নামকস্থানে পৌছুলে একটি ছাগলের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি পাকা সড়কে আছড়ে পড়ে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বাবুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।