জীবননগর ব্যুরো: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার জীবননগরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, আমাদের দেশে বাল্যবিয়ে ও মাদক দেশকে পিছিয়ে দিচ্ছে। অপরদিকে দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশের স্বার্থে তিনটি সমস্যার লাগাম টেনে ধরতে হবে। বক্তারা বলেন, এক সময় আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ির দেশ হিসেবে আখ্যা দেয়া হয়েছিলো। আমরা সেই জায়গা হতে বেরিয়ে এসেছি। আজ আমরা উন্নয়নশীল দেশের কাতারে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি দেশ বির্নিমাণে বাল্যবিয়ে ও মাদকের পাশাপাশি দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। সকালে উপজেলা ক্যাম্পাস হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বাসস্ট্যান্ডে এসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শেষে মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি, স্লোগান নিয়ে এবার সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে মুক্তমঞ্চে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। প্রধান বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ মাহ্মুদুর রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সাংবাদিক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান ও ঊষার সমন্বয়কারী আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। দুদকের কুষ্টিয়া কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নাসরুল্লাহ, সহকারী পরিদর্শক শাফিউল্লাহ, উপ-সহকারী পরিদর্শক বাসেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুম্মানা বিলকিস প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সততা সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।