বদরগঞ্জ প্রতিনিধি: চুুয়াডাঙ্গার ভুলটিয়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভুলটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুুয়াডাঙ্গার ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইট ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি ছিলেন সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের প্রধান উপদেষ্টা সমাজসেবক আক্কাস আলীা, ভুলটিয়া ইটভাটা মালিক একরামুল হক ও নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবুল হোসেন। পরে মাগুরা শিল্পীগোষ্ঠীর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।