মেহেরপুর অফিস: বিশিষ্ট সমাজকর্মী ও নারী উদ্যোক্তা সাবেক মহিলা ক্রীড়াবিদ এমপি পতœী সৈয়দা মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পত্নী স্মৃতি রানী সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আরা হীরা ও পুলিশ সুপার পত্নী শাহাজাদী আক্তারসহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।