জীবননগর ব্যুরো: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টুর সভাপতিত্বে এবং শিক্ষক অহিদুল হক স্বপন ও আফরিনা শারমিন তুণার যৌথ উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টু প্রমুখ।