ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় পুস্তক বিক্রেতা সমিতির উদ্যোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ওয়াজেদ হোসেন কচি সংবাদ সম্মেলনের মাধ্যেমে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আলমডাঙ্গা শহরের হাইরোডস্থ বাংলাদেশ বইঘরের মালিক রফিকুল ইসলামের ইন্ধনে গত ২৫ মার্চ বিকেল ৫টায় আলমডাঙ্গার যাদবপুর গ্রামের মুসা ফকিরের ছেলে স্টারলিট প্রকাশনীর প্রতিনিধি মানিক আলীসহ ১০-১২জন যুবক দেশিয় অস্ত্রসহ আলমডাঙ্গা শহরের শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির মার্কেটে অবস্থিত বই বিতানের সামনে এসে বই বিতানের মালিক আকতার আশরাফ তুষারকে খোঁজাখুঁজি করতে থাকে এবং অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার হুমকি প্রদান করে। আমরা আলমডাঙ্গা পুস্তক বিক্রেতা সমিতি এ ঘটনায় আতঙ্কিত অবস্থায় ব্যবসা পরিচালনা করছি। আমরা আলমডাঙ্গা পুস্তক বিক্রেতা সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।