সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সুবদিয়া কাচারিপাড়ার জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত রোববার রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া কাচারিপাড়ার গ্রামের দেলবার হোসেনের ছেলে জাকির হোসেনকে গত রোববার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ মাহাবুবুর রহমান ও এএসআই সাকের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে জাকিরকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, জাকির একটি নিয়মিত মামলার আসামি। তাকে গত রোববার রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।