দর্শনা অফিস: দামুড়হুদার জয়রামপুরে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গত বছরের ২৬ মার্চ। গতকাল ২৬ মার্চ ছিলো বড়বলদিয়া গ্রামের ১৩ জনের মৃত্যুদিনের বর্ষপূর্তি। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বড়বলদিয়া মাদরাসা সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া যুবসমাজের উদ্যোগে, ইউপি সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা বরকত আলী, প্রফেসর ইউসুপ আলী, হযরত আলী, পিয়ার আলী, নাসির উদ্দিন, আরশাদ আলী, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, জিয়াউদ্দিন, গিয়াস উদ্দিন, আজিজ, মিঠুন, নাসির, মিন্টু, সাত্তার, আশরাফ, সুলতান, মিরাজ, আলমগীর, সামাদ, বিশারত প্রমুখ। স্মরণসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত বড়বলদিয়ার ইজ্জত আলী, রফিকুল, শাহীন, শান্ত, লাল মিয়া, আব্বার, শফিকুল, হাফিজুল, বিল্লাল, নজির, জজ মিয়া, আকুব্বর ও বিল্লালের আত্মার মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মওলা বক্স।
উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ ভোরে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলায় ঘটেছিলো এ অঞ্চলের স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বালিভর্তি ট্রাকের মুখোমুখি ধাক্কায় আলমসাধু চালকসহ ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন ১০ জন। নিহতরা রাস্তা নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিজেদের ব্যবস্থায় যাতায়াতের জন্য সম্মলিতভাবে কেনা হয়েছিলো আলমসাধু। তারা ওই দিন ভোরে আলমসাধুযোগে কাজ করার উদ্দেশে যাচ্ছিলেন আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামে।