জীবননগর ব্যুরো: পাইলট হাইস্কুলের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে এ উপজেলায় ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ইউএনও সেলিম রেজা, ওসি মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু প্রমুখ।