বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার নয়মাইল ভুলটিয়া বাজারে দিন দিন চুরি সংঘটিত ঘটনা ঘটেই চলেছে। গত রোববার চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের সবুর মিয়ার মুদি দোকানে সারাদিন বেচাকেনা শেষে রাতে দোকান ঘরের শার্টারে তালা দিয়ে বাড়ি চলে যান। পরদিন গতকাল সোমবার সকালে তার মুদি দোকানে গিয়ে দেখতে পান ছাউনীর টিন কেটে দোকানে চোরেরা প্রবেশ করে টাকা, বিভিন্ন সামগ্রীসহ প্রায় ২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া একই রাতে ভুলটিয়া গ্রামের ওদুদ ফকিরের মুদির দোকানের ছাউনী কেটে চোরেরা প্রবেশ করে নগদ টাকা চুরির পাশাপাশি কয়েক কাটুন লিভ সিগারেটের প্যাকটসহ প্রায় ২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
স্থানীয়রা জানিয়েছে, নয়মাইল ভুলটিয়া বাজার ব্যাপক উন্নয়ন হলেও নেই বাজার পরিচালনা কমিটি ও নাইটগার্ড। রাতে নাইটগার্ড না থাকার ফলে নয়মাইল ভুলটিয়া বাজার এলাকার আশেপাশে চলে জুয়া খেলার পাশাপাশি অবৈধ বহিরাগত প্রতিতাদের দেহ ব্যবসাসহ ভারতীয় রমরমা মাদকদ্রব্য বেচাকেনার আড্ডা। এসব কর্মকা-ের পাশাপাশি এলাকার ছিচকে চোরেরা সুযোগ বুঝে গভীর রাতে বাজারের মুদির দোকান থেকে শুরু করে টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা দিন দিন ঘটেই চলছে।