স্টাফ রিপোর্টার: দামুড়হুদার ডুগডুগি হাট থেকে গরু কিনে ফেরার পথে বিপত্তি। চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে গরু বোঝাই লাটাহাম্বার উল্টে ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, মেহেরপুর গাংনীর সওরাবাড়িয়া গ্রামের মৃত মসলেম জোয়ার্দ্দারের ছেলে গরু ব্যবসায়ী রপছেদ আলী, একই এলাকার মৃত মফেল উদ্দীনের ছেলে আমিরুল ইসলাম, মৃত মুকাম আলীর ছেলে আসতুল আলী, লাটাহাম্বারের চালক আলী হোসেন ও হেলপার রাজা। গতকাল সোমবার আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় রপছেদ, আমিরুল ইসলাম ও আসতুল দামুড়হুদার ডুগডুগি গরুর হাট থেকে গরু কিনে লাটাহাম্বারযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের অদূরে লাটাহাম্বারের সামনের চাকা খুলে উল্টে যায়। এতে তিনজন গরু ব্যবসায়ীসহ লাটাহাম্বারের চালক আলী হোসেন ও হেলপার রাজা আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।