দামুড়হুদা জয়রামপুরে স্বাধীনতাকাপ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নজরুল মল্লিক
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা জয়রামপুরের কৃতিসন্তান মরহুম লাল মোহাম্মদের স্মরণে স্বাধীনতাকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জয়রামপুর কলোনীপাড়া যুবসমাজের উদ্যোগে জয়রামপুর তানজিল কোচিং সেন্টার বনাম আল-মক্কা ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তানজিল কোচিং সেন্টার টর্স জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। ১৩২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আল-মক্কা ক্রিকেট একাদশ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করে। ফলে তানজিল কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়। খেলায় আম্পায়ার ছিলেন সবুজ ও ওহিদুল ইসলাম। স্কোরার ছিলেন সোহেল রানা। ধারা বিবরণী দেন নূর সালাম। জয়রামপুরের কৃতিসন্তান পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল মল্লিক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তেমনই দেশের ক্রিকেট দলও বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি এনে দিয়েছে। সুস্থ, সবল এবং মেধাসম্পন্ন জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। যেখানেই খেলাধুলার আয়োজন করা হোক আমাকে দাওয়াত দিলে আমি অবশ্যই আসবো এবং সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিকের সহধর্মিনী ইভা মল্লিক, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের অন্যতম সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, আ.লীগ নেতা আফজালুর রহমান বুলু, জাকির হোসেন, মাসুম বিল্লাহ মন্টু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জান মোহাম্মদ সেলিম, যুগ্ম-আহ্বায়ক মীর আব্দুল হামিদ, জীবননগর পৌর ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমির আলী খাঁ বুড়ো, মনোহরপুর আ.লীগ নেতা রাজা মিয়া, জীবননগর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মীর সালাউদ্দীন, সীমান্ত ইউনিয়ন আ.লীগ নেতা আ. মমিন, কেডিকে আ.লীগ নেতা আলমগীর হোসেন, সীমান্ত ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, মিরাজুল ইসলাম মিরাজ, মহাসিন আলী, জাহিদুল মেম্বার, মাবুদ মেম্বার, হাসান আল বাখার ডলার, হাউলী ইউনিয়ন যুবলীগ নেতা সরোয়ার সিদ্দিক মামুন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ প্রমুখ। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন ইয়াছিন আলী।