স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা জুগিরহুদা গ্রামের চিহ্নিত মাদকসেবী মানিক ও রামচন্দ্রপুর গ্রামের আহসানকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গতরাত ৯টার দিকে মানিকের রাইচমিল থেকে মাদক সেবনের সময় পুলিশ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক জুগিরহুদার হাসিবুল হকের ছেলে এবং আহসান পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত তোফাজ্জেল ম-লের ছেলে। মানিক রাইচমিল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।
আলমডাঙ্গার পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ এসআই আফজাল হোসেন জানান, জুগিরহুদা ব্রিজ সংলগ্ন রাইচমিলে বসে মানিক ও আহসান মাদক সেবন করছে বলে ফাঁড়িতে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জুগিরহুদার মানিকের রাইচমিলে অভিযান চালানো হয়। এসময় মানিকের কাছ ইয়াবা ও আহসানের কাছে ২ পুরিয়া গাঁজা পাওয়া যায়। তাদেরকে মাদকসহ হাতেনাতে আটক করে ফাঁড়িতে আনা হয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।