আলমডাঙ্গার গোবিন্দপুরের হামিদা ইয়াবাসহ আটক

?

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর গ্রাম থেকে হামিদা খাতুনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই লিয়াকত আলী ও এএসআই হামিদ শহরের গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গতপরশু রাতে হামিদা খাতুন নামে এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেন। সে সময় তার কাছ থেকে পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক হামিদা খাতুন গোবিন্দপুর গ্রামের প্রভাবশালী মাদকব্যবসায়ী শাহাবুল ইসলামের স্ত্রী। গতকাল সোমবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।