আন্দুলবাড়িয়া প্রতিনিধি: সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও প্যাথোলজি বোর্ডের চেয়ারম্যান জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার কৃতিসন্তান ডা. আমজাদ হোসেন খানের অর্থায়নে খাঁজা পারেশ সাহেবের রওজায় নবর্নিমিত মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নবনির্মিত মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ডা. আমজাদ হোসেন খানের সহোদর জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়িয়া কওমি মাদরাসার মোহতামিম ও রওজা জামে মসজিদের ইমাম মুফতি শাব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন তার অন্য সহোদর আমিরুল ইসলাম খান, আসাদুল ইসলাম পটল খান, রিপন খানসহ বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, রওজা ও গোরস্তান কমিটির সম্পাদক শেখ মহিদুল ইসলাম, সমাজ সেবক জাফর আলী, আমির হামজা, ইসরাফিল হোসেনসহ সুধী ও মুসল্লীবৃন্দ। প্রসঙ্গত ডা. আমজাদ হোসেন খান আন্দুলবাড়িয়া খাপাড়ার মরহুম সাজ্জাদ আলী খানের বড় ছেলে।