দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ তালাক প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে এনজিও সংস্থা মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সংস্থার সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ট্রেনিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার (কুষ্টিয়া) কাজী শফিউল্লাহ। কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা (দর্শনা অফিস) দিল তৌহিদা পারভীন। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ, যৌতুক ও মানবপাচার প্রতিরোধে সকল সাংবাদিককে এগিয়ে আসার আহ্বান জানান। মতবিনিময়সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোজাম্মেল শিশির, অর্থ-সম্পাদক শমসের আলী, সদস্য জহির রায়হান সোহাগ, তুহিন রেজা, আতিয়ার রহমান, শরীফুল ইসলাম, সালেকিন মিয়া সাগর, শরীফ উদ্দীন, খাইরুল কবির দিনার, মোমিনুল ইসলাম মনির,