জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর পক্ষের লোকজন বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে বেধড়কভাবে পিটিয়ে আহত করেছে। গতকাল রোববার রাতে ঈশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলা করে জাহান আলীকে পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ। আহত জাহান আলীকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বাদশা দেওয়ানের ছেলে জাহান আলী বিএনপির চেয়ারম্যান আবুল কাশেম মুন্সীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে রয়েছেন। গতকাল রাতে তিনি গ্রামের মসজিদে ঈশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের প্রধানের নির্বাচনী কর্মী ফারুক তাকে একা পেয়ে হামলা করে আহত করে বলে অভিযোগ।