ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ হুদাপাড়ার গিরিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদুর রহমান আসাদ ও এএসআই আবুল কাশেম সঙ্গীয় সদস্যদের নিয়ে উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় অভিযান চালান। সেখান থেকে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের ভগুর ছেলে গিরিকে গ্রেফতার করেন। পুলিশ গিরির দেহ তল্লাশি করে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হতে পারে।