দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণের গৌরব অর্জন করায় প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে দামুড়হুদায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে ওই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা প্রকৌশল অধিদফতর, উপজেলা মৎস্য অধিদফতর, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ, দামুড়হুদা পাইলট হাইস্কুল, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসা, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানন বিদ্যাপীঠ, ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দশমী বালিকা প্রাথমিক বিদ্যালয়, দশমী বালক প্রাথমিক বিদ্যালয়, দেউলী প্রাথমিক বিদ্যালয়, হাউলী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহ-সভাপতি রবিউল হোসেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দীন, উপজেলা কৃষি অফিসার সুফী মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রকৌশলী মাহবুব-উল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, মৎস্য অফিসার আইয়ুব আলী, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মিজানুর রহমান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করীম ইনু, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।