জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মুন্সীর ভাই আব্দুর রহিমকে হামলা চালিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকালে তার মোটরসাইকেলটি ভাঙচুরসহ তার নিকট থাকা টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের প্রধানের কর্মী বাঁকা পশ্চিমপাড়ার আব্দুল খালেক লোকজন নিয়ে গতকাল শনিবার এ হামলা করে বলে অভিযোগে বলা হয়েছে।
জীবননগর রধুনাথপুরের আবুল কাশেম মুন্সী বিএনপির মনোনয়ন নিয়ে বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে তিনি প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের কর্মীদের দ্বারা প্রতিনিয়ত প্রতিবন্ধকতা, হুমকি, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার তার ছোটভাই বাঁকা পশ্চিমপাড়ায় নির্বাচনী প্রচারণায় এসে আব্দুল কাদের প্রধানের নির্বাচনী কর্মী হিসেবে পরিচিত আব্দুল খালেক লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকালে তাকে মারপিট করে আহত করাসহ মোটরসাইকেলটি ভাঙচুর করে ও কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এ ব্যাপারে তিনি থানাতে লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।