দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্যম আয়ের দেশে উত্তোরণের যোগ্যতা অর্জন উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে হাঁস-মুরগি প্রতিপালন ও জনসচেতনতা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের বিএডিসি হলরুমে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।