ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত মামলার দু’আসামি হাবিবুর রহমান ও লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীররাতে দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেনের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আসাদুর রহমান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাকুলিয়া গ্রামে অভিযান চালান। সেখান থেকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে এজাহারভুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই রাতে উপজেলার নাপিতখালী গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মারামারি মামলার পলাতক আসামি লিটনকে গ্রেফতার করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান উভয়ের বিরুদ্ধে মামলা থাকায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।