জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামি বাজারে দু’মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ২ চালক আহত হয়েছে। এরমধ্যে একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার হুগলারদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিচুর রহমান মোটরসাইকেলযোগে জামজামি বাজার আসার পথে বিনোদপুরে অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দু’চালকই ছিটকে পড়েন। শিক্ষক আনিচুর রহমানের আঘাত গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবন্নতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়। অপর চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া অপর ব্যক্তি আলমডাঙ্গার কলেজপাড়ার ছাত্রলীগ নেতা টুটুল বলে জানা গেছে।