মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাংকক গ্লাস এফসিকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশ জাতীয় দলের তৌহিদুল আলম সবুজের থেকেই এসেছে হ্যাটট্রিক গোল। এই জয়ে দীর্ঘদিন পর কোনো বিদেশি দলের বিরুদ্ধে জিতলো বাংলাদেশ জাতীয় দল। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটে সুফিলের দেয়া গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। এরপর ম্যাচে সমতা এনেছিল স্বাগতিকরা। এরপর ম্যাচের ৩০ ও ৪২ মিনিটে সবুজের গোলে প্রথমার্ধে ৩-১ ব্যবধানে শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে স্বাগতিকরা। এক পর্যায়ে ৩-৩ এ সমতা আনে স্থানীয় ক্লাবটি। কিন্তু খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে তৌহিদুল আলম সবুজের হ্যাটট্রিক গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সমানে রেখে গত ১৯ মার্চ থেকে থাইল্যান্ডে শিষ্যদের নিয়ে অনুশীলন করছেন অর্ড। আগামী রোববার লাওসে রওনা দেবে বাংলাদেশ দল।