দর্শনা অফিস : টানা ১ যুগ পর গত ২০১২ সালের শুরুর দিকে বাজারের ব্যবসায়ীদের দাবির মুখে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক নির্বাচন। ৩য় বারের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৬ জানুয়ারি। গত ১৬ জানুয়ারি নির্বাচনের ৩ বছর পূর্ণ হলেও নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করে ২৩ ফেব্রুয়ারি। ফলে গত ২৩ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হলেও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না হওয়ার কারণে একমাস পর গতকাল শুক্রবার বিকেলে এক সাধারণ সভা বাজারের কাচামাল আড়ৎপট্টিতে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফললুল করিম, হাজি হারুন অর রশিদ, সুরুজ মিয়া। সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, সহ-সম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, দফতর সম্পাদক মিজানুর রহমান সরকার, বিল্লাল হোসেন, সদস্য হাফিজ মল্লিক, জামাল হোসেন, শফি উদ্দিন, আ. করিম, হাবিব শিকদার, শরীফ উদ্দিন। ত্রি-বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। সভায় আরও আলোচনা করেন আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী টিপু সুলতান, হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম মেহমুদ মিল্টন, মনজুর মোর্শেদ, সোহাগ হোসেন, ব্যবসায়ী আ. হান্নান, খন্দকার জহিরুল ইসলাম, রেজাউল ইসলাম, শফিকুল ইসলাম, শহীদ হোসেন প্রমুখ। এ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা দেয়া না হলেও ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বরাবরের মতো হাজি আজির বক্সকে নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান করে ৭ সদস্যের এ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন হাজি জয়নাল আবেদীন, গোলাম ফারুক আরিফ, হাজি আকমত আলী, আশরাফুল হক উলুম, হানিফ মন্ডল ও অ্যাড. আফতাব উদ্দিন। নির্বাচন পরিচালনা কমিটি অচিরেই তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।