দর্শনা অফিস: দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের আশরাফ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। আশরাফের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে।
পুলিশ বলেছে, ঈশ্বরচন্দ্রপুরের ইউসুফের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে একই মহল্লার আসাদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (২৫)। গ্রেফতারকৃত আশরাফুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদি হয়ে গতকালই গ্রেফতারকৃত আশরাফের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।