স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলায় মদিনা স্পোর্টিং ক্লাব ৯ রানে হারিয়েছে ভাইটাল ফোর্সকে। প্রথমে ব্যাটিং করে মদিনা স্পোর্টিং ক্লাব ১২১ রান সংগ্রহ করে। জবাবে ফাইটাল ফোর্স ১১২ রানে সংগ্রহ করতে সক্ষম হয়। দিনের অপর খেলায় বাবুপাড়া একাদশ ৪ উইকেটে হারিয়েছে মঞ্জু স্পোর্টিং ক্লাবকে। গতকালের খেলাটি পরিচালনা করেন মিলন, রিপন ও সুমন।
আগামী ২৭ মার্চ একই মাঠে প্রথম খেলায় ইমা স্পোর্টিং মুখোমুখি হবে ইএন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে দলিয়ারপুর ক্রিকেট একাদশের বিরুদ্ধে।