স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দীননাথপুরের এক মাদরাসা থেকে চুরির ঘটনা ঘটেছে। দুই প্রতারক মুসল্লি সেজে মাদরাসা থেকে চুরি করে সটকে পড়ে। গতকাল শুক্রবার দুপুরে দীননাথপুর জামিয়াতুল উলুমুল ইসলামিয়া কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। শিক্ষকের মোবাইলফোন, টাকা পয়সাসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুই প্রতারক।
মাদরাসার শিক্ষক হাফেজ নাসির উদ্দিন ও হাফেজ ওহিদুল ইসলাম জানান, আমরাসহ মাদরাসার ছাত্ররা যখন পার্শ্ববর্তী মসজিদে জুম্মার জামাত আদায় করছিলেন। এ সময় মাদরাসা থেকে চুরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানায়, যে সময় জুম্মার জামাতে দাঁড়ান মুসল্লিরা। এ সময় দুই যুবক মোটরসাইকেলযোগে এসে জামাতে দাঁড়ায়। যখন সুরা ফাতেহা শুরু হয় সেসময় পেছন থেকে সটকে আসে দুই যুবক। এরপর তারা মাদরাসায় ঢুকে দুই শিক্ষকের দুটো মোবাইলফোন, ছাত্রদের টাকা পয়সা ও কাপড়চোপড় নিয়ে দ্রুত সটকে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।