মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকা থেকে মাদক সম্রাট নাহিদুজ্জামান ওরফে কনককে (২৮) আটক হয়েছে। কনক বামন্দী গ্রামের মৃত গোলাম কাওসার ওরফে বুলুর ছেলে।
ডিবির এসআই মীর মেজবাহর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় সঙ্গীয় ফোর্স নিয়ে বামন্দী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কনককে আটক করা হয়। এসময় ডিবি পুলিশ তার নিকট থেকে এক হাজার ২৭০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা ইয়ারা বিক্রির টাকা বলে কনক জানায়।