কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এনামূল কাজী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকু-ি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের ৫ রাস্তার মোড়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত এনামূল কাজী উক্ত এলাকার শামসের কাজীর ছেলে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর ওপরে হামলা চালায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামী লীগের সমর্থক। তাৎক্ষনিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।