ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মঙ্গলপোতা গ্রামের নিজ বাড়ি থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আটক মাদকব্যবসায়ীরা হলেন- কালীগঞ্জ মঙ্গলপোতা গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল মজিদ ও ঠিকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে জিয়ারুল ইসলাম। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলপোতা গ্রামের মজিদের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। পুলিশ গিয়ে উক্ত বাড়িতে গাঁজাসহ মজিদ ও জিয়ারুলকে আটক করে। এদিকে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ জানতে পারে দেবরাজপুর গ্রামে মাদক বিক্রি চলছে। খবর পেয়ে সেখানে গিয়ে আবির শিকদারের ছেলে আশরাফুলকে ৭ পিস ইয়াবাসহ আটক করে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদকের বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই তোরিকুল ইসলাম গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিসভা
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর কাদের বিশ্বাস। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আ. কাদের বিশ্বাস, ডা. রবিউল হক, করিম বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, নুর হোসেন, লুৎফর রহমান, জাহিদুল রহমান মুকুল, রবিউল হোসেন সুকলাল, আমিরুজ্জামান, হাকিম মেম্বার, মন্টু মেম্বার, আহম্মেদ আলী মাস্টার, সৈয়দ আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বার, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শরীফ রতন, দফতর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী মিলন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু,স্বাস্থ্য বিয়ষক সম্পাদক মইফুল ইসলাম, যুবলীগ নেতা আবু জাফর, মঞ্জুর আলম লিটন, আক্তারুজ্জামান, বিল্লাল হোসেন, লাবু, জিয়া, তারিকুল ইসলাম, আলমগীর হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাজ্জাদ বিশ্বাস ও আল-আমিন প্রমুখ।