যশোর প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের সাবেক উপ-পরিচালক নাজমুল কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৩ জানুয়ারি ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হন নাজমুল কবির। দুর্নীতি দমন কমিশনের ঢাকার বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করেন। নাভারনের মাদক পরিবেশক মহব্বত আলী টুটুলের লাইসেন্স নবায়নের জন্যে তিনি এ ঘুষ নেন বলে দুদক কর্মকর্তারা জানান। দুদকের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, নাজমুল কবিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। এখনও চার্জশিট হয়নি।