মেহেরপুর অফিস: দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিজয় লাভের মধ্যদিয়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুর জেলার সেরা তিন বিতার্কিক। মেহেরপুরের তিন বিতার্কিক নির্জনা, রোজা ও কামিনী তাদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে কলেজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবন মিলনায়তনে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ মার্চ ঢাকার শিল্পকলা একাডেমিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে। এর আগে বুধবার দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে বগুড়া জেলাদলকে হারিয়ে ফাইনাল ওঠে মেহেরপুর জেলাদল। গতকাল প্রতিযোগিতার ফাইনালে খুলনা বিভাগের হয়ে মেহেরপুর জেলাদল চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। মেহেরপুর জেলা থেকে শুরু করে দুদকের বিতর্ক প্রতিযোগিতার সকল স্তরে ধারাবাহিক সফলতা অর্জন করে আসে জেলার সেরা তিন বিতার্কিক নির্জনা, রোজা ও কামিনী। অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপক।