গাংনীর সাহারবাটিতে ডিবি পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে দবির উদ্দিন (৪০) ও বরকত আলী (৪০) নামে দুজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত বুধবার দিনগত রাতে ডিবি পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। আটকের পর তাদের কাছ থেকে ৩টি বোমা ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা একই গ্রামের আদালতের ছেলে দবির উদ্দিন ও ফজল শেখের ছেলে বরকত আলী।
ডিবির এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক এবং বোমা ও গুলি উদ্ধার করে ডিবি পুলিশের একটি দল। গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলাসহ মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সদর থানা পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠাবার নির্দেশ দেন।