দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মেদ
দামুড়হুদা প্রতিনিধি: তোমরা যারা বিজ্ঞান পড়, তোমরা যা কিছু করো যৌক্তিক। আমি আশা করি তোমরা অযৌক্তিক কিছু করবে না এবং করতেও দেবেনা। তোমরা বাল্যবিয়ের বিষয়ে সোচ্চার হবে এবং কেউ যেনো আত্মহত্যা না করে সেদিকেও নজর রাখবে। আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার। আর এখন বলা হয়ে থাকে ইনফরমেশন ইজ পাওয়ার। সুতরাং তোমরা তোমাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেবে। তোমাদের মতো কিছু বিজ্ঞানীর উদ্ভাবনী চিন্তা চেতনায় দেশ এখন নি¤œ আয়ের দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দেশ মধ্যম আয়ের দেশ হবে। সর্বোপরি এদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তোমাদেরও অবদান রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।
‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফী মোহা: রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যা- কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক শামীম আহম্মেদ। উদ্ভাবনী শক্তি নিয়ে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন দামুড়হুদা পাইলট হাইস্কুলের ছাত্র শাফিন সানইয়ান সাদ ও দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত নাসনীম খুকুমনি। দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় ২৪ স্টলের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ প্রথম এবং আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ২য় স্থান লাভ করে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে কেরু উচ্চ বিদ্যালয় প্রথম, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় ২য় এবং দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যা- কলেজ ৩য় স্থান লাভ করে। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ মেলা প্রাঙ্গণে সকল স্টলগুলো পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজির ওমর ফারুক ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।