চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত টি-১০ প্রীতি ক্রিকেটের ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টর: ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য দেশে উত্তরণে’ সারা দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক ৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনে চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজিত প্রীতি টি-১০ ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা। ফাইনালে চরম উত্তেজনা পূর্ণ ম্যাচে জেলা পুলিশ একাদশ ১ উইকেটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে জয়লাভ করে অধ্যক্ষ একাদশ নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। অধ্যক্ষ একাদশের অধিনায়ক ছিলেন সহকারী অধ্যাপক মহসিন কবীর। জবাবে জেলা পুলিশ একাদশের ব্যাটসম্যানরা প্রথমে দারুণ সূচনা করলেও খেলার শেষ দিকে ম্যাচ হারের উপক্রমে আচ্ছন্ন হয়ে পড়ে। জয়ের জন্য ১ বলে ১ রানের প্রয়োজন পড়ে। শেষ পর্যন্ত অত্যন্ত কষ্টে অর্জিত হয় ১ রান। ফলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জেলা পুলিশ একাদশ। জয়ের বাঁধভাঙা আনন্দে পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তারা টাউন মাঠের সবুজ প্রান্তরে ঢুকে নাগিন ড্যান্সে মুখোরিত করে তলে গোটা এলাকা। আবহাওয়া কণ্ঠে বাজতে থাকে ডিজে ব্রাভোর চ্যাম্পিয়ন্স গান। ড্যান্স আর সুরের মূর্ছনা শেষে পড়ন্ত সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন, রানার আপ, তৃতীয় ও ৪র্থ স্থান অধিকারী দলের হাতে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. জসীম উদ্দিন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পুলিশ একাদশের দলনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, চুয়াডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক মুক্তাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সরকারি দফতরের কর্মকর্তাগণ। প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন জেলা প্রশাসন একাদশ ও ৪র্থ স্থান অর্জন করে ওয়াশীমুল বারীর নেতৃত্বাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। গতকালে খেলাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব, মেহেদী মারুফ, মহিবুল্লাহ। স্কোরারের দায়িত্ব পালন করেন এসএম রাজ এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা অ্যাম্পায়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু।