জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদকব্যবসায়ী মেদিনীপুরের পংখিকে ফেনসিডিলসহ আটক করেছে। বুধবার রাতে পুলিশ ১২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিত্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে তালিকাভূক্ত মাদকব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি পংখিকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। গত সপ্তাহে তাকে ফেনসিডিলসহ পুলিশ আটক করেছিলো। জামিনে ছাড়া পেয়ে আবার সে মাদকব্যবসায় জড়িয়ে পড়ে।