স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলায় প্রাইম ক্রিকেট ক্লাবকে ৩৫ রানে হারিয়ে আল-কায়েদা নেটওর্য়াক জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিং করে আল-কায়েদা নেটওয়ার্ক ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ক্রিকেট ক্লাব ১১০ রানে আটকে যায়। ফলে ৩৫ রানে জয়লাভ করে আল-কায়েদা নেটওয়ার্ক। দিনের অপর ম্যাচে সিএসও ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে ধানসিঁড়ি ক্রিকেট ক্লাব। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, দেলোয়ার হেসেন ও আজিম হায়দার।
আজ একই মাঠে প্রথম খেলায় ভাইটাল ফোর্স মুখোমুখি হবে মদিনা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় মঞ্জু স্পোটির্ং ক্লাব খেলবে বাবুপাড়া একাদশের বিরুদ্ধে।