আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের মতবিনিময়সভায় হুইপ ছেলুন এমপি
ভ্রাম্যমাণ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন ‘ঐক্যবদ্ধ থেকে বিরোধী দলের নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে। আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিরলস প্রচেষ্ট চালিয়ে যেতে হবে। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দলীয় কার্যালয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন ‘বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। তিনি এই অর্জনের জন্য জেলা ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদরকে ঐক্যবদ্ধ থেকে বিরোধী দলের নৈরাজ্য সৃষ্টির যে কোনো অপচেষ্টাকে রুখে দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, নির্বাহী সদস্য শাহ আলম। মতবিনিময় সভায় প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে আগামী সংসদ নির্বাচনে বিজয় অর্জনে নিরলস চেষ্টা চালিয়ে যেতে হবে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বেলগাছী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আহসান মৃধা, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ক্রীড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক রেজাউল করিম তবা, আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন লিপু মোল্লা, খাদিমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হালিম ম-ল, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কু-ু, সম্পাদক নজরুল ইসলাম, জামজামি ইউনিয়ন আ.লীগ সভাপতি দিদার আলী, সম্পাদক রাহাব আলী, ডাউকি ইউনিয়ন আ.লীগ যুগ্ম আহ্বায়ক আনিছ, হারদী ইউনিয়ন আ.লীগ সভাপতি, আবদুস সামাদ, সম্পাদক আইনাল হোসেন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আবদুর রাজ্জাক, খাসকরার ইউনিয়ন আ.লীগ সম্পাদক বিল্লাল হোসেন, নাগদাহ ইউনিয়ন আ.লীগ সভাপতি আশরাফুল হক মুন্নু, কালিদাসপুর ইউনিয়ন আ.লীগের অহ্বায়ক জালাল হোসেন, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, আইলহাস ইউনিয়ন আ.লীগ সম্পাদক বাদল হোসেন, বাড়াদী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য ও কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর আবদুল গফ্ফার, যুবলীগ নেতা ডিটো, কুমারী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোজ্জামেল হক, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য ও কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর আবদুল গফ্ফার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুল আহমেদ ডন, সম্পাদক ও কাউন্সিলর আলালউদ্দীন, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা জাফর, ইকলুছুর রহমান মামুনুর রশিদ হাসানসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।