মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভাকে আধুনিকমানের শহর গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নতুন ডাস্টবিন ও সবার বাসা (বাড়ি) চেনার জন্য নতুন হোল্ডিং প্লেট নামসহ প্রদান করা বিষয়ে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. অলোক কুমার দাস, পৌরসভার সচিব তৌফিকুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহম্মদ, পৌর কাউন্সিলর জাফর ইকবাল, শাকিল রাব্বি ইভান এবং ইউজি আইআইপি’র আঞ্চলিক কো-অর্ডিনেটর শাহাদত হোসেনসহ পৌরভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।