বদরগঞ্জ দোকান মালিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সাথে হুইপ ছেলুন এমপির শুভেচ্ছা বিনিময়
বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা বদরগঞ্জ দোকান মালিক সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দ হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসার পথে হুইপ ছেলুন বদরগঞ্জ বাজারে যাত্রাবিরতি করেন। এ সময় বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে হুইপ বলেন, বাজারের পানি নিষ্কাশনের জন্য নকশা করে দ্রুত ড্রেনের কাজ শুরু করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জেলা আ.লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ.লীগ নেতা সাইফুল ইসলাম স্বপনসহ নেতা-কর্মীবৃন্দ ও বাজার কমিটির নবনির্বাচিত সদস্যগণ।