স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৬জন সদস্য বিভিন্ন পদে মনোনীত হয়েছেন।
মনোনীত নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি পদে খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আসাবুল হক ঠান্ডু, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজল রেখা, সহ-অর্থ সম্পাদক পদে জহুরুল ইসলাম এবং সদস্য পদে মিতা খাতুন ও রকিবুল হাসান। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানমের সাথে বিভাগীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় জেলা পরিষদের মেম্বারস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী শহিদুল ইসলাম সাহান উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন বলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্যরা খুলনা বিভাগীয় কমিটির দায়িত্বভার গ্রহণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।