স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার এক সময়কার বিক্রয় প্রতিনিধি তুহিন হক চান্দু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় তিনি মারা যান। তুহিন হক চান্দু ওরফে চান্দু মামা চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত কামরুল হকের ছোট ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হকের ছোট ভাই। গতকাল সন্ধা ৭টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। চান্দু ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত দৈনিক মাথাভাঙ্গার বিক্রয় প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেন। চান্দুর মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাসহ মাথাভাঙ্গা পরিবার তার রুহের মাগফেরাত কামনায় শোক প্রকাশ করেছে। একই সাথে তারা চান্দুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ সকাল ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে জানাজা শেষে সেখানে তার দাফণকার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান নবগঠিত চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য রেজাউল করিমের ছোট ভাই চান্দুর (২৬) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এবং মরহুমের নামাজের জানাজা আজ ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে। দাফন কাজে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।