স্টাফ রিপোর্টার: পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে। এসময় ৯০ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পুরাতন গোরস্তানের নিকট অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে। সে পুরাতনপাড়ার জিনারুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে বেলা ২টার দিকে জেলা শহরের শ্যাকড়া তলার মোড়ে অভিযান চালিয়ে পুরাতনপাড়ার ছাত্তারের ছেলে শান্তকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে বিকেল ৩টার দিকে শহরের ফেরীঘাট রোডের শিশু স্বর্গের সামনে অভিযান চালিয়ে মাস্টারপাড়ার হাফিজ উদ্দীন বাবুর ছেলে রাজুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এসময় ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।