স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রস্তুতিসভা গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার ১নং প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক মুক্তা। প্রস্তুতিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও দর্শনা রেলগেট থেকে সকাল সাড়ে ৬টায় প্রতিযোগিতা আরম্ভ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক সকল প্রতিযোগীদের যথাসময়ে হাজির থাকার আহবান জানিয়েছেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালক কর্তৃপক্ষ।