স্টাফ রিপোর্টার: বহু কাক্সিক্ষত চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উদ্বোধনী বক্তব্য, ক্রিকেটারদের সাথে পরিচিতি ও ব্যাট-বল দিয়ে খেলার মধ্যদিয়ে লিগের সূচনা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেনেছি দীর্ঘ ৫বছর চুয়াডাঙ্গায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ হয়নি। একটু দেরিতে হলেও আজ আমরা ক্রিকেট লিগ শুরু করতে পরেছি এজন্য জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের সকলের সহায়তায় একটি বড় ফুটবল টুর্নামেন্টের পর আবারও ক্রিকেট লিগ শুরু করতে পেরেছি। আশা করি ভালো ও সফলভাবে এর সমাপ্তিও ঘটাতে পারবো। উদ্বোধনী দিনে প্রথম খেলায় জুনিয়র একাদশ ৯৩ রানে সুর্যোদয় স্পোর্টিং ক্লাবকে ও দ্বিতীয় খেলায় উড়োমেঘ ২ উইকেটে প্রত্যয় যুবসংঘকে পরাজিত করে।
উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ক্রিকেট উপকমিটির আহবায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, সদস্য সচিব আব্দুস সালাম, ক্রিকেট উপ-কমিটির সদস্য বদর খান, মহসিন রেজা, মেহেরুল্লাহ মিলু, টুটুল মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সালাউদ্দিন মো. মর্তূজা, সাইদুর রহমান মালিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, হাফিজুর রহমান প্রমুখ। গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, দেলোয়ার হোসেন ও আজিম হায়দার। আজ একই মাঠে প্রথম খেলায় সিএসও মুখোমুখি হবে ধানসিড়িঁর বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় প্রাইম ক্রিকেট ক্লাব খেলবে আল-কায়েদা নেটওয়ার্কের বিরুদ্ধে।