স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গার নির্বাচিত নির্বাহী কমিটিকে সংবর্ধনা দেবে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ। ২০১৮-১৯ মেয়াদে নির্বাচিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট কায়নির্বাহী কমিটির সকল সাহসী কলমযোদ্ধাকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ। আগামীকাল ২৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী। প্রধান আলোচক থাকবেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোর্তূজা। বিশেষ আলোচক থাকবেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খাঁন। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি ডা. শাহীনূর হায়দার। আমন্ত্রিত অতিথিসহ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সকল সদস্য ও জেলা লেখক সংঘের সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান।