জীবননগর কাটাপোলে নির্বাচনী ক্যাম্পে হুমকি
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ মার্চ। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিএনপির প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকীর কাটাপোলে অবস্থিত নির্বাচনী ক্যাম্পে এসে হুমকি দিয়েছে একদল দুর্বৃত্ত। তারা আওয়ামী লীগের প্রার্থী রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী মাঠ ছেড়ে যাওয়ায় হুমকি দেয়াতে বিএনপি প্রার্থীর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন সিদ্দিকী অভিযোগ করে বলেন, বিকেলে একদল দুর্বৃত্ত তার কাটাপোলের নির্বাচনী ক্যাম্পে আসেন। এসময় তারা নির্বাচনী মাঠ ছেড়ে যাওয়ার জন্য হুমকি দেয়। মাঠ ছেড়ে রবি বিশ্বাসের পক্ষে কাজ না করলে পরিণাম ভালো হবে না বলে হুমকি দেয়া হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাচন অফিসারকে জানান। উপজেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান অভিযোগ পেয়ে পদক্ষেপ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ দেখে হুমকি প্রদর্শণকারী দুর্বৃত্তদল সটকে পড়ে। পুলিশ চলে গেলে আবার তারা ফিরে এসে পুনরায় বিএনপির কর্মীদের নির্বাচনী মাঠ ছেড়ে যেতে হুমকি দেয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ হুমকির ফলে তার নির্বাচনী কর্মীরা অজানা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।