দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দামুড়হুদার রুদ্রনগরের রিনা নামের অভিযুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রিনাসহ দুজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই লাভলু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। পুলিশ বলেছে, বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগরের আজাদুল ইসলাম পান্ডের স্ত্রী রিনা খাতুনকে (৩৫)। রিনার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত রিনা বলেছেন, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা গ্রামের খোরশেদ আলমের জামাতা রাকিব ফেনসিডিল চুয়াডাঙ্গায় পৌঁছে দেয়ার জন্য আমাকে দেয়। এ ঘটনায় এএসআই লাভলু বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত রিনাসহ রাকিবকে পালাতক আসামি করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।